Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা স্বামী পলাতক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১:৪১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে রিনা বেগম (৩৫) নামে গৃহবধুকে স্বামী কর্তৃক শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর স্বামী সাহাদত হোসেন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তাদের রবিন (১৩) ও রাব্বি (৮) নামে দুই সন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার গবড়া গ্রামের মৃত গোলাম নবীর ছেলে টেম্পু চালক সাহাদত হোসেন স্ত্রী সন্তান নিয়ে পনের দিন আগে শ্বাশুরবাড়ি পার্শ্ববর্তী হিলড়া গ্রামে আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী এক ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘরের দরজা খোলা এবং বিছানায় গৃহবধূ রিনা বেগমের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। তবে রাতেই স্বামী সাহাদত হোসেন সেখান থেকে পালিয়ে যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, রিনার স্বামী সাহাদত হোসেন মাদকাসক্ত ও পেশায় টেম্পু চালক। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি ধারনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ