Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রখ্যাত কারী ইউসুফের ইন্তেকাল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ২:৫০ পিএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী, আহমদ বিন ইউসুফের পিতা, শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ আজ বাদ ফজর ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লহি.. রাজিউন।
তিনি বিগত কয়েক দিন যাবত শারীরিক অসুস্থতার কারণে লাইফ সাপোর্টে ছিলেন৷

মরহুমের ছেলে কারী আহমদ বিন ইউসুফ জানান, আজ বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামে নিয়ে আসা হবে। আগামীকাল সকালে জানাযা শেযে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তার ইন্তেকালে বাংলাদেশ হারাল এক শ্রেষ্ঠ সন্তান, তিনি বাংলাদেশের ইলমে কেরাতের এক উজ্জ্বল নক্ষত্র। যার কাছে তালিম নিয়ে অসংখ্য আন্তর্জাতিক কারী তৈরি হয়েছে৷ তিনি ছিলেন কুরআনের এক মহান কারিগর৷

হেফাজতে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী একযুক্ত বিবৃতিতে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ