Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

ইবি রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১১:৫২ এএম | আপডেট : ১:৫০ পিএম, ১৮ এপ্রিল, ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাইফুজ্জামান খান সায়েম নামে এক শিক্ষার্থী নিজ কক্ষে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারের একটি বাসা বাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শৈলকূপা থানা পুলিশ। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আজম খানের ছেলে। আত্মহত্যার আগে সে ৩ পাতার একটি চিঠি লিখে যায়। চিঠি দেখে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে সে প্রেমের কারণে আত্মহত্যা করেছে। এ বিষয়ে সায়েমের কয়েকজন সহপাঠী জানায়, গত কয়েকদিন ধরে সায়েমকে সবসময় বিষণ্ণ থাকতে দেখা গেছে। এছাড়া ওর এলাকায় একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। কোন শিক্ষার্থী যেন তার জীবনে এ রকম ভুল কাজ না করে।’ শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘দরজা ভেঙ্গে সায়েমের কক্ষের ভিতরে প্রবেশ করা হয়েছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় সায়েম আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



 

Show all comments
  • kazi Nurul Islam ১৮ এপ্রিল, ২০১৮, ১০:৩২ এএম says : 0
    Baba Ma kosto koray taka poisa khroch koray University tay porarer jonnay pathaica ,shata mullayon na koray akta camrir jonnay jan dawa, valoy hoica, bacay thaklao tar dara kicu hotona. Sorry.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ