নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে ২২ বছরের সম্পর্ক আন্দ্রেস ইনিয়েস্তার। দীর্ঘ এই সময়ে তিনি জায়গা করে নিয়েছেন লক্ষ-কোটি বার্সেলোনা ভক্তদতর হৃদয়ে। শুধু বার্সা কেন, ফুটবল রোমান্টিক বলতেই তার খেলায় মুগ্ধ। এমন খেলোয়াড়কে পারলে আজীবন ধরে রাখে তারা। ক্লাব অবশ্য সেটা করেছে। কিন্তু তা তো কেবলই সম্মানের খাতিরে। বাস্তবে আর কত দিন বার্সার জার্সিতে দেখা যাবে ইনিয়েস্তাকে?
চলতি মৌসুমই হয়ত হতে যাচ্ছে বার্সায় ইনিয়েস্তার শেষ মৌসুম। এমন আভাস মিলেছে তার কথাতেই। ২০১৩ সালে করা চুক্তিটাও শেষ হচ্ছে এই মৌসুমেই। বার্সা ক্লাব কতৃপক্ষ অবশ্য তার সঙ্গে আজীবনের চুক্তি করে রেখেছে। চাইলে যে কোন বয়সে যে কোন সময়ে বার্সার জার্সি গায়ে চড়াতে পারবেন। কিন্তু সেটা তো তার সম্মানের খাতিরে। বাস্তবতা হলো, এই মৌসুই হতে যাচ্ছে বার্সায় ৩৩ বছর বয়সীর শেষ মৌসুম।
এখনো অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি ইনিয়েস্তা। তবে কন্ঠে স্পষ্ট বিদায়ের সুর। বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা বলেন, ‘ইতোমধ্যে আমি জানি ভবিষ্যতে আমি কি করতে যাচ্ছি। এটা নিয়ে যখন বলা দরকার তখনই বলব। প্রথমে ক্লাবকে জানাব, এরপর কোচকে তারপর বাকি সবাইকে। এ কথাগুলো যে কেউ যে কোনভাবে নিতে পারে।’ তিনি বলেন, ‘ আমি আমার সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, তবে কোন কিছুতেই আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না।’
আকার ইঙ্গিতেই বোঝা যাচ্ছে বার্সায় এটাই তার শেষ মৌসুম। তো এরপর কোথায় পাড়ি জমাবেন তিনি। না, সাবেক সতীর্থ জাভির মত তিনি মধ্যপ্রাচ্য মাতাতে যাবেন না। তাকে দেখা যেতে পারে চাইনিজ সুপার লিগে। চায়না লিগের বেশ কয়েকটি দল নাকি ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগও শুরু করেছে।
তার মানে বার্সায় শেষ মৌসুমটা তার জন্যে ঠিক ইনিয়েস্তাসুলভ হলো না। যদিও লা লিগা ও কোপা দেল রে’র মাধ্যমে ডাবল জয়ের সুযোগ রয়েছে তার সামনে। তারপরও, তার মত মহাতারকাকে চ্যাম্পিয়ন্স লিগে রোমার কাছে ওভাবে হেরে বিদায় নেয়াটা যে একেবারেই বেমানান।
১৯৯৬ সালে ১২ বছর বয়সে বিখ্যত লা মাসিয়ায় নাম লেখান ইনিয়েস্তা। বার্সার মুল একাদশে সুযোগ পান ২০০২ সালে, মাত্র ১৮ বছর বয়সেই। এরপর থেকে কাতালান ক্লাবটির অনেক সাফল্যের অগ্রদূত তিনি। তার হাত ধরেই চারটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা, পাঁচটি কোপা দেল রে, তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছে বার্সা। মেসি-রোনালদোর যুগে আবির্ভাব না হলে নিশ্চিতভাবেই একাধিকবার তার হাতে উঠত বর্ষসেরার পুরস্কার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।