রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সুধি সমাজ, যুব সমাজ ও মেধাবী ছাত্র নেতাদের পক্ষ থেকে একাধিক সংবর্ধনায় ভুষিত হলেন বিনা প্রতিদ্বিদ্বতায় নির্বাচিত মেয়র আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান হাজী মোঃ কামাল হোসেন শেখ ও নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ। গতকাল সোমবার সকালে পৌরসভা কার্যালয় তাদেরকে সংবর্ধনা প্রদান করে ভুষিত করেন উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা মুকুল, মান্নান, সঞ্জয়, তাইজুল, বিপ্লব, বাবু, জুয়েল, মিজান, চপল, ছুন প্রমুখ।
এর আগে রবিবার বিকালে ছোট দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ গ্রামের পক্ষ থেকে তাদেরকে গণসংবর্ধনা দেয়া হয়েছে বড় দক্ষিনপাড়া, ছোট দক্ষিনপাড়া (মদনপাড়া), সোনাটিয়া ও উনশিয়া গ্রামবাসীর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করেন ‘বন্ধু মহল’ যুব সংঘ। সাবেক শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হিরন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া। প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বিআরডিবির চেয়ারম্যান আয়নাল হোসেন শেখ, বিশেষ অতিথি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আমিনুজ্জামান খান মিলন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হিঙ্গুল আলী হাজরা, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন সরদার, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনি, এ্যাডভোকেট বিজন কান্তি বিশ্বাস, প্রভাষক আলাউদ্দিন হাওলাদার বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা ও হাজার হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন। উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক ছাত্র নেতা বুলবুল আহম্মেদ হাজরার সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় মেয়রকে স্বর্ণের চেইন ও কাউন্সিলরদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা প্রদান করেন গ্রামবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।