পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সামরিক শক্তিতে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে পাকিস্তান। আর তারই জের ধরে চারদিন টানা তুরস্কের সঙ্গে নৌমহড়া চালালো দেশটির নৌবাহিনী। মহড়া শেষে পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নৌ-নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরব সাগরে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। এ ব্যাপারে দুই দেশের কর্মকর্তারা বলেছেন, এই মহড়া সফল হয়েছে। এই মহড়ায় জাহাজ থেকে শত্রুর বিমানকে টার্গেট করার পাশাপাশি যোগাযোগ স্থাপনের অনুশীলন করা হয়েছে। দুই দেশের জাহাজের পাশাপাশি বিমান ও হেলিকপ্টারও এই মহড়ায় অংশ নেয়। পাকিস্তানের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিতে তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘টিসিজি গেলিবলু’ পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করেছিল। সেই সময়ে পাকিস্তানের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান। পাকিস্তানে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা নিজেদের মধ্যে বৈঠকও করেন। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।