Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শনায় ডাকাতরা রেলওয়ের ৩ নিরাপত্তা কর্মীকে কুপিয়েছে

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৮, ১১:২৭ এএম

চুয়াডাঙ্গার দর্শনায় আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে ওয়াগন থেকে মালামাল চুরির সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে ডাকাতচক্র জসিম বাহিনীর সদস্যদের ধারালো অস্ত্রের কোপে তিন সদস্য গুরুতর জখম হয়েছেন।
এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। অপরজনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
গতকাল শনিবার রাতে দর্শনা রেলস্টেশনের অদূরে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- চুয়াডাঙ্গা দর্শনা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুর রাজ্জাক, সনজিত কুমার সরকার ও আনসার বাহিনীর সদস্য হাফিজুর রহমান।
পুলিশ রাতেই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দর্শনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- দর্শনার শান্তি পাড়ার চোরচক্র বাহিনীর প্রধান ও হত্যাসহ ১০টি মামলার আসামি মৃত টুকুর ছেলে জসিম উদ্দীন (২৫), মৃত ওয়াসিমের ছেলে সুজন (১৩), মৃত আলতাবের ছেলে গাফফার (৫৫), পরানপুর বেলে মাঠ পাড়ার মৃত হুমায়ুন কবীরের ছেলে রাশেদুল (১৬) ও মৃত নুরুল হকের ছেলে হারুনুর রশিদ ( ৩৯)।
আটককৃতদেরকে দামুড়হুদা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার আহসান হাবিব ও দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলওয়ে স্টেশনের অদূরে মালবোঝাই মালবাহী ট্রেন পাহারা দেওয়ার সময় ডাকাতচক্রের বাহিনী প্রধান জসিমসহ তার ৭/৮ সদস্য নিয়ে মালবাহী ট্রেনে ডাকাতির জন্য আসেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা ডাকাতচক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ডাকাতচক্রের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে নিরাপত্তা ও আনসার বাহিনীর সদস্যদের ওপর হামলা চালান। হামলার সময় চোররা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে রক্তাক্ত জখম করেন। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্য আব্দুর রাজ্জাক ও হাফিজুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। শ্রী সনজিত কুমার সরকারকে সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।



 

Show all comments
  • আজগর ১৫ এপ্রিল, ২০১৮, ১২:৫১ পিএম says : 0
    দ্রুত এই ডাকাত চক্রকে গ্রেফতার করা হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ