বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক নজরুল ইসলামের পিতা শফি উল্যাহকে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে মো.তাজুল ইসলাম বাহার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগ নেতা শেখ ফরিদ আহম্মদসহ ১২ জনকে আসামী করা হয়েছে। মামলার আসামী হলেন, ইউপি সদস্য ও যুবলীগ নেতা শেখ ফরিদ, তার ভাই নুরুল হুদা, নেজাম উদ্দিন, নুরুল আলম, একই গ্রামের মোহাম্মদ হোসেন, শহিদুল প্রকাশ শিমুল, জাকারিয়া সোহেল প্রকাশ কুন্দা সোহেল, নুরুজ্জামান, হাসান, রিয়াদ, রাসেল ইব্রাহিম ও আলী প্রকাশ লাইনম্যান মনসুর । এছাড়া অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করা হয়। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বৃদ্ধ শফি উল্যাহ হত্যার ঘটনায় ১২ জনকে আসামী করে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।