Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নে সন্ত্রাসী হামলায় মেজবাউল আলম পারভেজ নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কাটাছরা ইউনিয়নের এছাক ড্রাইভারহাট বাজারে উক্ত হামলার ঘটনা ঘটে। আহত পারভেজ উপজেলার ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ও কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বে আছেন। বর্তমানে পারভেজ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছে। উক্ত হামলার জন্য ছাত্রদল ছাত্রলীগকে দায়ী করেছে। উপজেলা ছাত্রদলের ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে এছাক ড্রাইভারহাট বাজারের ইসমাইলের দোকানে বসা ছিলেন পারভেজ। এসময় স্থানীয় সন্ত্রাসী মুসলিম, শাহাদাতের নেতৃত্বে ১০-১২জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র-সস্ত্র নিয়ে পারভেজের ওপর হামলা চালায়। মীরসরাই কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন জানায় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা বিএনপিকে দমন করার জন্যই এই বর্বর হামলা চালায়। তবে এই বিষয়ে মীরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সোহেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন ছাত্রলীগের কর্মীরা কোন ছাত্রদলের নেতা বা কর্মীকে হামলার ঘটে নাই । তবে ব্যক্তিগত কোন শত্রুতার জের ধরে কোন বিক্ষিপ্ত ঘটনা ঘটলে এর জন্য ছত্রলীগ দায়ী নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ