Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় বিএনপির ১৩০ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কেন্দুয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরক আইনে দায়েরকৃত মামলায় বিএনপি কেন্দ্রীয় নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী ও সাধারণ সম্পাদক কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ ৯০ জন নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
দলীয় নেতাকর্মী ও আইনজীবী সূত্রে জানা যায়, ৮ ফেব্রæয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে কেন্দুয়া থানা পুলিশ গত ৫ ফেব্রুয়ারী বিএনপি কেন্দ্রীয় নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী ও সাধারণ সম্পাদক কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ ১৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো আড়াই শতাধিক নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে।
বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের আগাম জামিন দিয়ে ৬ সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। হাই কোর্টের নির্দেশ মোতাবেক বিএনপির নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে নেত্রকোনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক রোকনুজ্জামান তাদের জামিন না মঞ্জুর করে সকলকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ৪ দিনে জেলার বিভিন্ন উপজেলার প্রায় আড়াই শতাধিক বিএনপি নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ