বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্তে ভারতে ৫মে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান পঞ্চায়েত আবু হোসেন মিয়াকে বুধবার গভীর রাতে হত্যা করার ঘটনায় ওই এলাকায় সহিংসতা শুরু হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ায় প্রাণ ভয়ে বেশ কয়েকটি পরিবার বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসেছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। ফুলবাড়ী উপজেলার নাওডাংগা ইউনিয়নের গোরকমন্ডল এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৯২৯/৫ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানাধীন খারিদা হরিদা গ্রামে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তুণমূল কংগ্রেস (টিএমসি) বর্তমান পঞ্চায়েত আবু হোসেন মিয়াকে একই দলের যুব সংগঠনের সশ্রস্ত্র কর্মীরা গত বুধবার রাতে তুলে নিয়ে গিয়ে নৃসংসভাবে হত্যা করে। এ ঘটনার পর বিভিন্ন বাড়ীঘরে অীগ্নসংযোগ ও লুটপাটের ঘটনা ও সহিংসতা ছড়িয়ে পরে। তাদেরকে ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল এলাকার নামাটারী ও উচাটারী গ্রামে আশ্রয় নিতে দেখা গেছে বলে এলাকাবাসী জানায়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রুহানী জানান, ঘটনাটি জানান পর খোঁজ নিয়ে তাদেরকে ওই এলাকায় আর খুঁজে পাওয়া যায়নি। সম্ভবত তারা রাতেই ফিরে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।