রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অপহরণের চার মাস পর তাড়াশ থানা পুলিশ মমতা খাতুন (৩৪) নামে এক গৃহবধুকে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মিরপুর এলাকা থেকে উদ্ধার করেন। অপহরণের সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তাড়াশ থানা ওসি মো. ফজলে আশিক নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত জানুয়ারি মাসে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশীন গ্রামের আবু ফজলের স্ত্রী মমতা খাতুনকে একই গ্রামের আক্তার হোসেন ও আমিরুল ইসলাম অপহরণ করেন। এ ঘটনায় অপহৃতের স্বামী আবুল ফজল ওই দু’জনকে আসামী করে তাড়াশ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। প্রায় চার মাস পর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মিরপুর এলাকা থেকে অপহৃত গৃহবধুকে উদ্ধার করা হয়। আক্তার হোসেন ও আমিরুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।