Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় অপহরণ মামলার আসামী গ্রেফতার অপহৃত উদ্ধার

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায অপহরণ মামলার আসামী সুজন শেখ (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক এসআই শহীদুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার সদর এলকা থেকে অপহরণ কারীকে গ্রেফতার করে এসময় তার হেফাজতে থাকা অপহৃতকে উদ্ধার করে অপহরণকারী সুজন শেখ কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং অপহৃতার জবানবন্দী গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক এসআই শেখ শহীদুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিকেলে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে উপজেলার কোনেরবাড়ি গ্রামের শৈলেন ওঝার মেয়ে শিউলি ওঝা (১৪) কে অপহরণ করে পার্শবর্তি রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামের তোফাজ্জল শেখের ছেলে সুজন শেখ, ওয়াহেদ আলী হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার ও জাফর আলী শেখের ছেলে ইব্রাহিম শেখ। এঘটনায় শিউলির বাবা শৈলেন ওঝা বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন ধমন ট্রাইবুনালে তিনজনকে আসামী করে একটি অপহরণ ও ধর্য়ণের মামলা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহৃত উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ