Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজকে ২৮ রানে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো পর্বে চ্যাম্পিয়ন হয়েছে গেøারি স্কুল অ্যান্ড কলেজ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল মাঠের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় গেøারি স্কুল অ্যান্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করে ওপেনার বিল্লাল হোসেন আর ২৫ রান আসে আবু তাইয়ানের ব্যাট থেকে। ৩২ রানে ৪ উইকেট শিকার করে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের রিমন মিয়া। ১১৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাক ফুটে ছিলো কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। মিলন হোসেন ১৫, ইমামুল হাওলাদার ১৪ আর রিমন মিয়ার ১৪ ছাড়া আর কেউ বলার মতো স্কোর পায়নি। ১১ রান খরচায় ৫ উইকেট তুলে নেয় গেøারি স্কুল অ্যান্ড কলেজের অর্ণব দেব নাথ। ফাইনাল সেরার পুরষ্কারও পায় অর্ণব।
ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং ডিভিশন) নুর হোসেন জাকারিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ সেলিম। ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গেøারি স্কুল অ্যান্ড কলেজের অংশগ্রহণে মে’র প্রথম সপ্তাহে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপর ফাইনাল। ৬ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে স্কুল ক্রিকেটের এই জাতীয় আসরের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ২০১৬-১৭ আসর থেকে অনূর্ধ্ব ১৫ জাতীয় দলে সুযোগ পেয়েছে ১৪ ক্রিকেটার আর অনূর্ধ্ব ১৭ স্কোয়াডে খেলছেন গেল আসরের ১৫ ক্রিকেটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ