Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাপের বাচ্চা উদ্ধার !

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফেনীর পরশুরাম উপজেলার পাইলট হাইস্কুল জামে মসজিদের সহকারী ইমাম মোঃ ইছমাইলের কক্ষ থেকে ১৬০ টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয়রা। এ বিষয়ে মসজিদের ইমাম জানান, তিনি সকালে রুমে প্রবেশ করে দেখতে পান কয়েকটি সাপের বাচ্চা জড়ো হয়ে আছে। পরে তিনি স্থানীয় কয়েকজন লোককে ঢেকে নিয়ে এসে দেখতে পান তার রুমের এক কোনায় খাটের নিচে ছোট গর্তের ভিতর থেকে একের পর এক বাচ্চা সাপ বেরিয়ে আসছে। পরে তারা শেষ পর্যন্ত ১৬০টি সাপের বাচ্চার সন্ধান পান। কিন্তু সেখানে কোন বড় সাপ ছিলনা বলে তারা জানিয়েছেন। এর আগে মঙ্গলবার এশার নামাযের পরে মুসল্লিরা ঐ ঘর থেকে আরো ৫ টি সাপের বাচ্চা উদ্ধার করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ