Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাপের কবল থেকে সন্তানকে বাঁচালেন মা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ঘর আর রাস্তা একইসঙ্গে। আর সেই ঘর থেকেই মা আর ছেলে একসাথে বাইরে বের হচ্ছিলেন। সেই সময়ই বাঁধে বিপত্তি। ঘর থেকে এক পা ফেলে বাইরে বের হতেই সাপের কবলে পড়ে ছেলে শিশুটি। সঙ্গে সঙ্গে চরম সাহসিকতায় সন্তানকে সরিয়ে নেন তার মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে। এদিকে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সম্পূর্ণ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এরপরই সাহসী ওই মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। সংবাদমাধ্যম বলছে, কর্নাটক রাজ্যের মন্ড্য নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এছাড়া ভিডিও দেখে সাপটিকে অনেকে গোখরা সাপ বলেও মন্তব্য করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, কর্নাটকের মন্ড্য নামক এলাকার ওই ঘটনার ভিডিওতে মায়ের সঙ্গে বাচ্চাটিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে। আর তখনই তাকে আক্রমণ করতে যায় বিশাল ওই সাপটি। সঙ্গে সঙ্গেই সেটি চোখে পড়ে যায় মায়ের। ছুটে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে সরিয়ে দেন সাপের কবল থেকে। নিজের কথা চিন্তা না করে ছুটে এসে ছেলেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার ওই ভিডিও পাশেই থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। আর এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই দেখে ফেলেছেন প্রচুর মানুষ। এত অল্প সময়ের মধ্যে ছেলেকে বাঁচিয়ে নেওয়ার জন্য মায়ের সাহসীকতায় মুগ্ধ অনেক অনলাইন ব্যবহারকারী। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাপের কবল থেকে সন্তানকে বাঁচালেন মা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ