মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন করে সেজে উঠতে চলেছে পাকিস্তানের গোয়াদর বন্দর। এজন্য কয়েক লাখ ডলারের উন্নয়ন প্রকল্প আনছে চীন। একবিংশ শতকে সেখানে একটি সিল্ক রোড করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে চীন ও পাকিস্তান। আরব সাগরে অবস্থিত গোয়াদর বন্দরকে বলা হয় “গেট অফ উইন্ড।” এর কৌশলগত অবস্থানের জন্য পাকিস্তানের পরবর্তী ইকোনমিক হাব হিসেবে নির্বাচিত হতে চলেছে জায়গাটি। এই জায়গাটি চীন-পাকিস্তানের ইকোনমিক করিডোরের জন্য নির্বাচিত করা হয়েছে। ২০১৩ সালে ভারত মহাসাগরের সাহায্যে পশ্চিম চীনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের জন্য এই প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছিল। বেজিংয়ের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্টের এটি একটি বড় অংশ। ৬৫টি দেশ এর সঙ্গে জড়িত আছে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপের মতো দেশে নেটওয়ার্ক বিস্তার করার জন্য উদ্যোগ নিয়েছে বেইজিং। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে এটি পাকিস্তানকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। গোয়াদরের জন্য গোটা দেশ উপকৃত হবে। জানিয়েছেন গোয়াদর পোর্ট অথরিটির চেয়ারম্যান দোস্তান খান জামালদিনি। এই জায়গার উন্নতি হলে বালুচিস্তানের সঙ্গে যোগাযোগ সহজ হয়ে যাবে। পাকিস্তানের এটি সবচেয়ে সংকটপূর্ণ এলাকা। সেখানে বিচ্ছিন্নতাবাদীরা দশকের পর দশক ধরে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে। জামালদিনি জানিয়েছেন, চীন তাদের খুব শক্তিশালী সহায়ক। চীনাদের সাহসিকতার তারিফ করেন তিনি। গোয়াদরের ওপর অনেক দিন ধরেই নজর রাখবে চীন। সিঙ্গাপুরের একটি দলেরও নজর ছিল এই বন্দরের দিকে। কিন্তু ২০১৩ সালে চীনাদের কাছে পিছিয়ে যায় তারা। কে২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।