বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটথেকে অপহৃত কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব ৯। সেই সাথে অপহরণকারীকেও তারা গ্রেফতার করে। অপহরণকারীর নাম মো. আব্দুল জব্বার (২৬)। সেমৌলভীবাজারের বড়লেখা থানারবোবারতলা গ্রামের আব্দুস সালামের পুত্র।
গতকাল সোমবার র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জব্বার ৬ এপ্রিল কিশোরী সামিয়াকে (১৩) বিমানবন্দর থানা থেকে অপহরণ করে। পরে সে মোবাইল ফোনে তার চাচাতো ভাই রিপনের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে সামিয়ার বাবা বিমানবন্দর থানায় একটি জিডি করেন। এ ব্যাপারে র্যাব’র কাছেও একটি অভিযোগ দেওয়া হয়। অপহরণের দুইদিন পর র্যাব সদস্যরা জীবত অবস্থায় সামিয়াকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত কিশোরী ও গ্রেফতারকৃত আসামীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।