নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জিতলেই ঘরে উঠবে ঘরোয়া লিগ শিরোপা। এমন হিসাব সামনে নিয়ে মাঠে নেমেছিল বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ ও প্রিমিয়ার লিগ লিডার ম্যানচেস্টার সিটি। দুই গোলে এগিয়ে গিয়েও হিসাবটা মেলাতে পারেনি সিটি। অথচ পিছিয়ে থেকেও টানা ছষ্ঠ লিগ শিরোপা উল্লাস করেছে বায়ার্ন।
ঘরের মাঠে নগর প্রতিদ্ব›দ্বীকে হারাতে পারলেই সিটির হাতে উঠত প্রিমিয়ার লিগের শিরোপা। তাও আবার রেকর্ড ছয় ম্যাচ হাতে রেখে। এমন হিসাবের সামনে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েও ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই মিনিটের পগবা ঝড় ও স্মালিংয়ের গোলে সিটিকে হতাশ করে ৩-২ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
দুই ম্যাচ আগেও মৌসুমজুড়ে যে দলের নামের পাশে ছিল মাত্র দুটি পরাজয়, পেপ গার্দিওলার সেই দলই হারল টানা দুই ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার হারতে হলো নগর প্রতিদ্ব›দ্বীর কাছে।
ইতিহাদে প্রথমার্ধের পুরোটা ছিল সিটির দখলে। ২৫তম মিনিটে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির হেডে এগিয়ে যায় তারা। ৫ মিনিট পর বুদ্ধিদিপ্ত টার্নে দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান জার্মান মিডফিল্ডার ইলকায় গন্ডোগান। প্রথমার্ধেই দুটি সুবর্ণ সুযোগ বারের উপর দিয়ে উড়িয়ে হাতছাড়া করেন রাইম স্টার্লিং। কাছ থেকে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সোজাসুজি হেড নিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন গন্ডোগান।
গুরু হোসে মরিনহোর দিক্ষায় দিক্ষিত হয়ে দ্বিতীয়ার্ধে দেখা দেয় ভিন্ন ইউনাইটেড। মরিনহো এতদিন যাকে উপেক্ষা করে এসেছেন সেই পল পগবাই ঐতিহ্যের ম্যাচে মান রক্ষা করেন। বিরতির দশ মিনিট পর মাত্র দুই মিনিটের ঝলক। সানচেস-এরেইরা-পগবার দারুণ বোঝাপড়ায় চূড়ান্ত কাজটি সারেন পগবাই। দুই মিনিটের মাথায় অ্যালিক্সেস সানচেসেরই বাড়ানো বলে হেড দিয়ে স্কোরবোর্ডে সমতা এনে দেন ফরাসি মিডফিল্ডার। অথচ চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার কাছে হেরে বিদায় নেয়ার দুই ম্যাচের একটিতেও দলে জায়গা হয়নি এই পগবার। ৬৯তম মিনিটেও স্মালিংয়ের গোলে বলের যোগানদাতা ছিলেন সানসেচ।
সিটি না পারলেও একই রাতে ঘরোয়া লিগ জয়ের কাজটা সেরে রেখেছে বায়ার্ন মিউনিখ। পাঁচ ম্যাচ তাতে রেখে টানা বুন্দেসলিগা জয়ের রেকর্ডটা ছয়ে নিয়ে গেল বায়ার্ন। আসরে চারটিই টানা শিরোপা জয়ের রেকর্ড নেই কারো। এমনি তো আর বুন্দেসলিগাকে ‘বায়ার্নলিগা’ বলা হয় না।
বায়ার্নের শুরুটা অবশ্য সিটির ঠিক উল্টো। অগসবুর্গের মাঠে ডিফেন্ডার নিকলাস সুলের আত্মঘাতি গোলে ম্যাচের ১৮তম মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন। প্রথমার্ধেই দলকে উল্টো এগিয়ে নেন করেন্তিন তলিসো ও হামেস রড্রিগুয়েজ। দ্বিতয়ার্ধে আরিয়েন রোবেন ও সান্দ্রো ওয়াগনারের গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়েই শিরোপা উল্লাসে মাতে জার্মান জায়ান্টরা।
পরশু সেভিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বের কথা মাথায় রেখে এদিন টমাস মুলার, রবার্ট লেভান্দোভস্কি, থিয়াগো, ফ্রাঙ্ক রিবেরি, ম্যাট হুমেলস ও জাভি মার্টিনেজকে বিশ্রামে রেখেছিলেন কোচ ইয়ুপ হেইঙ্কেস। এরপরও জয় পেতে কোন বেগ পোহাতে হয়নি বায়ার্নকে। অথচ গেল অক্টোবরে হেইঙ্কেস যখন কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হন তখনও বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন।
বায়ার্নের হয়ে হেইঙ্কেস চার লিগ শিরেপার প্রথমটি জিতেছিলেন ২৯ বছর আগে। ২০১৩ সালে দলকে ট্রেবল জিতিয়ে সেচ্ছায় দায়ীত্ব থেকে সরে যান তিনি। তৃতীয়বারের মত ফিরে আবারো দলকে ট্রেবল জয়ের পথেই রেখেছেন ৭২ বছর বয়সী জার্মান কোচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।