Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

জঙ্গি সন্দেহে সাদিয়ার ছাত্রত্ব স্থগিত

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

জঙ্গি সন্দেহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ নীনার ছাত্রত্ব স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্বাহী আদেশে ওই ছাত্রীর ছাত্রত্ব স্থগিত করা হয়। সাদিয়া আফরোজ নীনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ৩১ মার্চ তিনি বিবিএ শেষ বর্ষের ভাইভায় অংশগ্রহণ করেছিলেন। গত ৪ঠা এপ্রিল রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় আটক সাদিয়ার কাছ থেকে পাওয়া তিনটি মোবাইল সেটে মানসিক উত্তেজনাকর ও বিভিন্ন দেশের মুসলিমদের জখমের ছবি, আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফুটেজ ও বিভিন্ন জঙ্গি নেতাদের ছবি ও তাদের বক্তব্যের ফুটেজ পাওয়া যায়। পুলিশের দাবি, অ্যাপস ব্যবহার করে সাদিয়া জঙ্গিদের সাথে যোগাযোগ করে এবং ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে জঙ্গি সদস্যদের উদ্বুদ্ধ করে দেশে নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি সন্দেহে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ