Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি সন্দেহে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল সিঙ্গাপুর

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ২৭ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে ২৬ জনকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর।
স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, তদন্তে বের হয়েছে তারা আল কায়দা, আইএসের মতো সশস্ত্র জিহাদি গ্রুপের মতাদর্শে বিশ্বাস করে।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমস জানায়, ‘তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেয়ার কথা ভাবছিল। তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হয়। তারা আমেরিকান নাগরিক আনোয়ার আল-আওলাকির জিহাদি মনোভাবে বিশ্বাস করতেন এবং আওলাকির লেকচার সম্পর্কে শিক্ষা দান করতেন। গ্রেফতার হওয়া ২৭ জনেরই সিঙ্গাপুরে কাজের অনুমতি বাতিল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন হলেন আলম খোরশেদ (২৭), আলী আব্দুল (৪০), আলিম আব্দুল (৩২), গোলাম জিলানি আব্দুর রউফ (২৭), আলম মাহবুব (৩৪), হক মো. মোফাজ্জল (২৯), হাসান মো. মাহমুদুল (৩০), আমিনুর (৩১)। সাউথ চায়না মর্নিং পোস্ট ও রয়টার্স এ খবর জানিয়েছে।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্ট্রেইট টাইমসকে জানায়, এরা বাংলাদেশে ফেরত গিয়ে সরকারের বিপক্ষে সশস্ত্র জিহাদে যোগদান করার পরিকল্পনা করেছিল। তাদের মতাদর্শের সাথে মিলে এমন দলকেও তারা অর্থ সহায়তা প্রদান করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি সন্দেহে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল সিঙ্গাপুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ