বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর লালদীঘি ময়দানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ‘মহাসমাবেশ’ আজ (শনিবার)। সম্মিলিত জাতীয় জোট আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এতে বিশেষ অতিথি থাকবেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কাজী ফিরোজ রশিদ, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের শীর্ষ নেতারা। আয়োজকরা আশা করছেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের পর চট্টগ্রামে বৃহত্তর মহাসমাবেশ হবে। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা, কক্সবাজার ও পার্বত্য তিন জেলা থেকে জাতীয় পার্টি-ইসলামী ফ্রন্টসহ জোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।