Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোটি-বেটি কা রিশতা ফেরাতে চান মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নেপাল চীনের প্রভাবের কারণে যত তাড়াতাড়ি সম্ভব কাঠমান্ডুর সঙ্গে দিল্লির সনাতন ‘রোটি-বেটি কা রিস্তা’ ফিরিয়ে আনতে মরিয়া নরেন্দ্র মোদি সরকার। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জরুরি নির্দেশও পাঠানো হয়েছে। এরইমধ্যে ভারত সফরে আছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পরে এটিই তার প্রথম বিদেশ সফর। ওলি চীনের ঘনিষ্ঠ বলে গুঞ্জন রয়েছে। ওলির আগের দফার প্রধানমন্ত্রিত্বের সময় ভারত-নেপাল সম্পর্ক খারাপ হয়েছিল। নেপালে ভারতবিরোধী মনোভাব চরমে উঠেছিল। যার জের এখনও চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সে সময় অবরোধের কারণে ভারতের তরফ থেকে নেপালে নিত্যপ্রয়োজনীয় পণ্য রফতানি বন্ধ হয়ে যায়। কিন্তু ওলি সরকার নেপালবাসীর কাছে বিষয়টিকে তুলে ধরে ভারতবিরোধিতার মোড়কে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ