Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যয়বহুল ধারাবাহিক বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাবর আলীর হেলিকপ্টার নামে একটি ধারাবাহিক বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ ধারাবাহিকতায় আবারও ধারাবাহিকটির সিক্যুয়াল নির্মাণ করছেন পরিচালক কামাল হোসেন বাবর। ধারাবাহিকটির এবারের নাম বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন। দেশের নাটকের ইতিহাসে সবচেয়ে বিশাল বাজেট ও আয়োজনে এই নাটক নির্মিত হচ্ছে বলে জানান পরিচালক। তিনি জানান, ধারাবাহিকটিতে রয়েছে এক ঝাঁক তারকা। রয়েছে চমৎকার হাস্য রসাত্মক একটি গল্প। এতে অভিনয় করেছেন ফারুক আহমেদ, তারেক স্বপন, মৌসুমী নাগ, এ্যানি খান, সিদ্দিকুর রহমান, মাহমুদুল ইসলাম মিঠু, শবনম পারভিনসহ আরও অনেকে। নাটকের নাম ভ‚মিকায় থাকবেন পরিচালক কামাল হোসেন বাবর নিজেই। তিনি বলেন, দর্শকের প্রত্যাশা মেটাতেই তৈরি করা হচ্ছে বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন নাটকটি। এক কোটিরও বেশি প্রবাসীরা তাদের ঘামের বিনিময়ে অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সেইসব প্রবাসী ভাইবোন দর্শকদের বিনোদনের লক্ষ্যেই এই ধারাবাহিকটি নির্মাণ করা হচ্ছে। গল্পে রয়েছে এরাবিয়ান ও দেশীয় সংস্কৃতির মিশ্রণ। দর্শক দারুণ উপভোগ করবেন বলে বিশ্বাস করি। তিনি বলেন, আমাদের দেশে এত বাজেট নিয়ে এর আগে কখনো ধারাবাহিক নির্মাণ হয়নি। নাটকের মান নিয়ে কোনো আপোষ করিনি। এতে ব্যবহার করে হয়েছে হেলিকপ্টার, এরোপ্লেন, একাধিক সেভেন সিরিজ বিএম ডাবিøউ গাড়ি। এছাড়া এই নাটকের শূটিং হবে দুবাই, আবুধাবি ও শারজাহর মতো অভিজাত স্থানের মনোরম সব লোকেশনে। নাটকটি শিঘ্রই আরটিভিতে প্রচার হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক

২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ