Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে খ্রিস্টান পরিবারের ৪ সদস্য নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১:৪৪ পিএম

পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের এক পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উদযাপনের একদিন পর এ হামলার ঘটনা ঘটল।

বার্তা সংস্থা আলজাজিরা জানিয়েছে, বন্দুকধারীদের হামলায় খ্রিস্টান ধর্মাবলম্বী ওই পরিবারের চার সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

খবরে বলা হয়, ইস্টার সানডে উদযাপন করার জন্য ওই পরিবার পাঞ্জাবপ্রদেশ থেকে কোয়েটা শহরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। রাতের খাবার শেষে তারা যখন বাজারের উদ্দেশে বের হন, তখনই এ হামলার ঘটনা ঘটে।

এখনও পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে পুলিশ বলছে, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হামলা ঘটতে পারে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ