রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার সাভারে চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত এক বাস ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার দিবাগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের সিঙ্গার ফ্যাক্টরির সামনে থেকে বাসসহ তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. রনি হোসেন (২২), সবুজ (২০), মো. সুজন (১৮), মো. অন্তর (১৮), মো. আকাশ (২১) ও মো. কামাল (২০)। তারা সাভারের বিভন্ন এলাকায় বসবাস করে আসছিল। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের সিঙ্গার ফ্যাক্টরির সামন আরিচাগামী একটি যাত্রীবাহী বাসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক ওই স্থানে পৌঁছে ডাকাত দলের সদস্যদের ব্যবহৃত বাসসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন দেশীয় ধারাল অস্ত্র।
এ ঘটনায় গতকাল সোমবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।