পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে এক বছরের জন্য অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ শুনানি করে এ জামিন মঞ্জুর করেন। ফলে এই বিএনপি নেতার মুক্তিতে কোনো আইনি বাধা থাকল না বলে তার আইনজীবীরা। আদালতে দুদুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবদীন ও সগীর হোসেন লিয়ন।
পরে সগির হোমেন লিয়ন সাংবাদিকদের বলেন, মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) যে ১৮০ জনের নাম ছিল, তাদের মধ্যে শামসুজ্জামান দুদুর নাম ছিল না। পরে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়। এ আইনজীবী বলেন, দুদু আর কোনো মামলায় গ্রেফতারনা থাকায় হাইকোর্টের এই জামিনের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন রাজধানীর কাকরইল-মগবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রমনা থানায় নাশকতার এ মামলা করে পুলিশ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১২ ফেব্রæয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফেরার পথে সেগুনবাগিচা থেকে দুদুকে গ্রেফতার করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।