Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাটট্রিক আর লাল কার্ডের ম্যাচ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল জয় পেয়েছে ওয়াই কেবি ফ্রেন্ডস ক্লাব ও পাহাড়তলী একাদশ। এ দু’টি খেলার উল্লেখযোগ্য দিক হচ্ছে রিয়েলের হ্যাটট্রিক ও দু’টি লাল কার্ড। পাহাড়তলী একাদশ ৫-০ গোলে ঝর্ণাপাড়া একাদশকে হারায়। খেলার প্রথমার্ধে বিজয়ী দল দুই গোলে এগিয়েছিল। রিয়েল করেছে হ্যাটট্রিক এবং অপর দু’টি গোল আসে সুজন ও সালামের কাছ থেকে। এ ম্যাচে ঝর্ণাপাড়ার সাহেদ লাল কার্ড পেয়েছে। দিনের অপর ম্যাচে ওয়াই কেবি ১-০ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে। খেলার তিন মিনিটে সাকিব গোল করে। হাটহাজারী স্পোর্টসের সাব্বির পেয়েছে লাল কার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাটট্রিক

১২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ