Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : এলিট পেইন্ট গ্রæপ প্রিমিয়ার হ্যান্ডবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল সমাপনী দিনে ব্রাদার্স ইউনিয়ন ৩৫-১৫ গোলে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে হারিয়ে এ শিরোপা লাভ করে। এ দলটি টানা তিনবার প্রিমিয়ার হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা অর্জন করলো। ব্রাদার্সের পক্ষে সাগর ৯টি ও আরিফ ৭টি গোল করে। লীগে রানার আপ হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৩৩-২৬ গোলে চট্টগ্রাম কাস্টমস এস.সিকে হারায়। সিটি কর্পোরেশনের মাহবুব ১২টি ও মীর খায়রুজ্জামান ৬টি এবং কাস্টমস এর ইমরান ও ইমন ৭টি করে গোল করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএসের সভাপতি মোঃ সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. এর পরিচালক (অপারেশন) মোজাহার হোসেন। উল্লেখ্য নির্ধারিত ১০টি দল নিয়ে গত ৮ নভেম্বর হতে এই লীগ শুরু হয়। লীগে মোট ২৭টি খেলা অনুষ্ঠিত হয়। এবারের লীগে নিমতলা লায়ন্স ক্লাব প্রথম বিভাগে অবনমিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ