বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামী দেড় বছরের মধ্যে নগরীর অলিগলি রাজপথ সম্পূর্ণ পাকা করা হবে এবং এলইডি লাইটিংয়ের মাধ্যমে নগরীকে আলোকিত করা হবে। তার ভিশন অনুযায়ী চট্টগ্রামকে নান্দনিক সাজে সাজানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ কার্যক্রমের আওতায় সৌন্দর্যবর্ধন অব্যাহত আছে। চট্টগ্রামকে বিশ্বমানের বাসপোযোগী নান্দনিক শহর গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। মেগাসিটির ধারণা থেকে নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি নিয়মিত পৌরকর দিয়ে উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে নগরবাসীর প্রতি আহবান জানান।
মেয়র গতকাল (রোববার) নগরীর কাট্টলী ও হালিশহরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধি সমাবেশে এসব কথা বলেন। নির্মাণ প্রকল্পের ফলক উম্মোচন করে তিনি মোনাজাতে শরিক হন। দু’টি সুধি সমাবেশ স্থানীয় কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী ও আবুল হাশেম সভাপতিত্ব করেন। এসময় কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ, এইচ এম সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম, কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম, উপ সহকারী প্রকৌশলী মোঃ শহীদ উল্লাহ, আলাউদ্দিন মোঃ ফাহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।