Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে যশোরের প্রেসক্লাব সামনে ‘যশোরবাসী’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী কামরুল হাসান বলেন, উপমহাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী জেলা যশোর। আমরা দীর্ঘদিন ধরে Jessore বানান লিখে আসছি। হঠাৎ করে সেই বানান পরিবর্তন করতে যাচ্ছে সরকার। বানান পরিবর্তন করলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না। যশোর শিক্ষাবোর্ড, যশোর বিমানবন্দর, যশোর সেনানিবাসসহ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি কাগজপত্রে Jessore বানান লেখা আছে। বানান পরিবর্তন করলে সমস্যা হবে। এছাড়াও ইন্টারনেটে সার্চ ইঞ্জিনও Jessore বানান লেখা আছে। এজন্য আমরা Jessore বানান পরিবর্তন চাই না। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী রায়হান পারভেজ বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে প্রাণের যশোরের ইংরেজি বানান Jessore থাকুক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এহসানুল হক বলেন, নামের বানান কখনো ভুল হয় না। বানান Jessore লিখলেও উচ্চারণ ঠিকই যশোর লিখি।



 

Show all comments
  • মোঃ উবাঈদুল হুসাইন আল্-সামি ২ এপ্রিল, ২০১৮, ১০:০৯ পিএম says : 0
    মাননীয় মন্ত্রীপরিষদ - আপনারা যশোরের নাম পরিবর্তন করতে চাচ্ছেন। হয়তবা করেও ফেলেছেন। কিন্তু আপনারা এই কাজটি করার আগে একটি বারও ভাবলেন নাহ যে এটি যশোরের মানুষ কেমন ভাবে নেবে। তবে শুনুন একজন যশোরের সন্তান হিসেবে আমার অনুভূতি - আপনারা শুধু যশোরের নামটাই মুছে ফেলছেন নাহ বরং বাংলাদেশের বুক থেকে প্রথম স্বাধীন হওয়া শহর (স্বাধীন বাংলার প্রতীক), সাফল্যের প্রথম হাতিয়ারকেও মুছে ফেলতে চাইছেন। আপনারা বলবেন যশোর তো যশোর-ই থাকছে কিন্তু নাহ,যশোর আর যশোর থাকছে নাহ আমাদের কাছে।বহির্বিশ্বেও হয়তবা 'Jessore' এর জায়গায় ' Jashore' লিখলে কেউ নাও চিনতে পারে। চিনতে পারলেও তা আমদের স্বাধীন বাংলার প্রতীক হিসেবে মর্যাদা দেবে নাহ।খেজুরের গুরের জন্য আমার এই জন্মস্থান বহির্বিশ্বের কাছে অচেনাও লাগতে পারে। এর পরিপ্রেক্ষিতে আপনারা বলবেন - আপনারা দেশ ও বিদেশের সকল নথিপত্রে 'Jessore' কে নতুন করে 'Jashore' হিসেবে তুলে ধরবেন।সকল নথিপত্র নতুনভাবে বানাবেন। এতে করে সকলেই ’Jashore' কে চিনতে পারবে। জ্বি,আপনাদের কথায় অনেক যুক্তি আছে। আচ্ছা আপনারা যে নতুনভাবে সকল নথিগুলো বানাবেন তাতে আপনারা আবার নতুন বাজেট প্রণয়ন করবেন তাই তো? আর বাজেট মানে তো অনেক বড় বিষয়, এখানে তো আর মাত্র কয়েক লাখ টাকার খেলা নাহ, সে কয়েক কোটি টাকা এমনকি আপনাদের ইচ্ছা হলে কয়েক শত কোটি টাকারও খেলা হইতে পারে কারণ আপনারা শুধু বাজেট প্রণয়ন করেন, জনগণের সামনে তা তুলে ধরেন কিন্তু কোথায় কত টাকা কিভাবে খরচ হল তা উপস্থাপন করেন নাহ।তা যায় হোক সে প্রসজ্ঞে না যায়। তা বলছি যে মাননীয় মন্ত্রিপরিষদ - আপনারা টাকা গুলো নথি পরিবর্তনের পেছনে না লাগিয়ে 'Jessore' এর উন্নয়নের পেছনে লাগান। তাছাড়া,যখন দেশ স্বাধীন হয়েছিল আর বহির্বিশ্বের পত্রিকায় বাংলাদেশের প্রথম স্বাধীন শহর হিসেবে 'Jessore' এর নাম এসেছিল, সেই পত্রিকাগুলোর ওই 'Jessore' এর জায়গায় 'Jashore' করতে পারবেন, নাকি বলবেন ওই পত্রিকাগুলো নতুনভাবে ছাপাবেন? মনে রাখবেন "Jessore আমাদের গর্ব, Jashore না "।তাই, যশোরের বানানে পরিবর্তন না এনে যশোরের অবকাঠামোগত পরিবর্তন আনেন।যশোরকে সিটি কর্পোরেশন এর আওতায় আনার প্রতি মননিবেশ করেন যাতে স্বাধীনতার প্রতীকটি আরও উজ্জ্বল হতে পারে। আমার জ্ঞান অত্যন্ত সীমিত তাই আমার মাথায় এতোটুকু আসছে বলে তুলে ধরতে পারলাম। তবে আরও একটু ঘাটাঘাটি করলে আপনাদের সামনে আরও অনেক বিষয় তুলে ধরতে পারতাম।কিন্তু আমি মনে করছি যে এই বিষয় গুলোই যথেষ্ট। আপনাদের ধারণাকে পাল্টে দিতে। " স্বাধীন বাংলার প্রথম স্মৃতি 'Jessore' ♥ 'Jashore' না "
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ