বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে যশোরের প্রেসক্লাব সামনে ‘যশোরবাসী’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী কামরুল হাসান বলেন, উপমহাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী জেলা যশোর। আমরা দীর্ঘদিন ধরে Jessore বানান লিখে আসছি। হঠাৎ করে সেই বানান পরিবর্তন করতে যাচ্ছে সরকার। বানান পরিবর্তন করলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না। যশোর শিক্ষাবোর্ড, যশোর বিমানবন্দর, যশোর সেনানিবাসসহ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি কাগজপত্রে Jessore বানান লেখা আছে। বানান পরিবর্তন করলে সমস্যা হবে। এছাড়াও ইন্টারনেটে সার্চ ইঞ্জিনও Jessore বানান লেখা আছে। এজন্য আমরা Jessore বানান পরিবর্তন চাই না। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী রায়হান পারভেজ বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে প্রাণের যশোরের ইংরেজি বানান Jessore থাকুক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এহসানুল হক বলেন, নামের বানান কখনো ভুল হয় না। বানান Jessore লিখলেও উচ্চারণ ঠিকই যশোর লিখি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।