Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মাদরাসায় হেফজ পড়া নিয়ে অভিভাবক ও মাদরাসা শিক্ষকদের চাপ সইতে না পেরে এক মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্র ইসহাক মিয়া পটুয়াখালী জেলার দশমিনা থানার রঙ্গোপালদী এলাকার আবুল কালাম মুন্সীর ছেলে ও বরপা মদিনাতুল উলুম হিফজুল নূরানী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
রূপগঞ্জ থানার উপপরির্দশক বাদশা আলম তার বড় বোন সুমাইয়ার বরাত দিয়ে জানান, মাদরাসা ছাত্র ইসহাক মিয়া হেফজ বিভাগের পড়ার চাপ সইতে পারছিলোনা। সে হেফজ না পড়ার জন্য পরিবারের কাছে আকুতি জানায়। কিন্তু পরিবারের লোকজন ও মাদরাসার শিক্ষকরা হেফজ পড়ার জন্য চাপ প্রয়োগ করে। চাপ সইতে না পেরে গত শুক্রবার রাতে মাদরাসা ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ