Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মনপুরার মতো স্বপ্নজাল দর্শকদের ভাল লাগবে -গিয়াস উদ্দিন সেলিম

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ আগামী ৬ এপ্রিল ঢাকাসহ সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে। গিয়াসউদ্দিন পরিচালিত দর্শক নন্দিত সিনেমা ‘মনপুরা’ মুক্তির নয় বছর পর তার নতুন সিনেমা ‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে। সিনেমাটির নিবেদক হিসেবে থাকছে দেশের জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম। প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গিয়াসউদ্দিন সেলিম জানান, স্বপ্নজাল সিনেমাটি দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেমের গল্প। ডাকাতি, সংঘাত, গুম আর কূটকৌশলের আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু দুজনের মিলনের আকুল আকাক্সক্ষায় তৈরি হয়েছে এই প্রেমের গল্প। আশা করি, মনপুরা’র মতো স্বপ্নজালও দর্শকদের কাছে ভাল লাগবে। তিনি বলেন, আমরা চেয়েছি ‘স্বপ্নজাল’ সিনেমায় দেশীয় কোন প্রতিষ্ঠান সম্পৃক্ত হোক। অল টাইম কর্তৃপক্ষকে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অল টাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম বলেন, মনপুরা সিনেমার মতো স্বপ্নজালও সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। আমাদের ব্র্যান্ড অল টাইম এরই মধ্যে সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই চলচ্চিত্রটির সাথে সাথে অলটাইমও সবার হৃদয়ে পৌঁছে যাক সে লক্ষ্যে আমরা এর সাথে সম্পৃক্ত হয়েছি। ‘স্বপ্নজাল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। পরীমণি বলেন, সিনেমাটি আমার অভিনয় জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। আশা করি, স্বপ্নজাল দর্শকদের মনে জায়গা করে নেবে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশন এর জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) আতাউর রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (মিডিয়া) সুজন মাহমুদসহ সিনেমাটির সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দর্শক

১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ