Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুরের রামগঞ্জে ব্লাড ডোনার’স ক্লাবের মানববন্ধন

শিশু নুশরাত হত্যা

লক্ষীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

লক্ষীপুর রামগঞ্জে পশ্চিম নোয়াগাঁ ফয়েজে রাসূল (সাঃ) নুরানী মাদরাসার তৃতীয় ছাত্রী শিশু নুশরাত আক্তার নিশুকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব উদ্যেগে পৌর শহরের পুলিশ বক্স চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রামগঞ্জ ও সোনাপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্চাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনতা অংশ নেয়। এতে বক্তব্য রাখেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, ডাক্তার আরমান খাঁন জয়, ব্যবসায়ী লোকমান হোসেন, পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলী হোসেন নয়ন, কবি হাফিজ আহম্মেদ, ছাত্রনেতা শওকত ওসমানসহ বিভিন্ন স্বেচ্চাসেবি সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে শিশু নুশরাত হত্যার ঘটনার আট দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। এসময় বক্তারা শিশু নুশরাতকে ধর্ষণ পূর্বক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ারও হুশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য গত ২৩মার্চ শুক্রবার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও এলাকার নিজ বাড়ীর সামনে থেকে শিশু নুশরাত নিখোঁজ হয়। নিখোঁজর তিনদিন পর পাশ্ববর্তি কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ীর সামনের ব্রীজের নিচ থেকে বস্তাবন্দি শিশু নুশরাতের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ