রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিজলায় মল্লিকপুর পারস্থ মেঘনা নদীতে হিজলা উপজেলা মৎস কর্মকর্তা আবুল বাসার ও নৌ-পুলিশ ইনচার্জ শ্রী উত্তম কুমার দাসের নেতৃত্বে জাটকা নিধন প্রতিরোধ অভিযান চালিয়ে ১৮ জেলেকে গ্রেপ্তার করে। এছাড়া তারা ২৮ মার্চ ২০ হাজার মিটার কারেন জালসহ জাটকা ইলিশ জব্দ করেন। গ্রেপ্তারকৃত জেলেদেরকে সন্ধায় হিজলা উপজেলা নির্বাহী অফিসারের বিচারিক আদালতে হাজির করে। বিচারিক আদালত আবু জাফর রাসেদ ১৮ জেলের প্রত্যেককে ৬ মাস সাজা দিয়ে থানা হেফাজতে পাঠান। ২৯ মার্চ তাদেরকে হিজলা থানা থেকে বরিশাল কারাগারে নিয়ে যায় থানা পুলিশ। সাজা প্রাপ্তরা হলেন মোঃ বিল্লাল হোসেন (৩০) সিরাজ (৩৫) বিল্লাল সরদার (২৫) জাহিদুল ইসলাম (৩৮) মোঃ কবির হোসেন (৩০) জাকির মাঝি (৪০) আবুল বেপারী (২৮) সুমন (২০) প্রমুখ। গত ১ নভেম্বর হতে ২৮ মার্চ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার আদালতে কয়েকটি মামলায় ৪৩ জন জেলেকে জেল দেন। জরিমানা আদায় করেন ৩ লাখ ৬৩ হাজার টাকা। ১০ লাখ ৬৫ হাজার মিটার জাল পুড়াতে সক্ষম হন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।