Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কারস্টেনকে পরামর্শক হিসেবে চায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশের ক্রিকেটে গ্যারি কারস্টেনের সম্পৃক্ত হওয়া নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। সেই গুঞ্জনের ভিত্তি পাওয়া বিসিবি পরিচালক জালাল ইউনুসের কথায়। মূলত জাতীয় দলের প্রধান কোচ খোঁজার অভিযানেই কারস্টেনের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল বিসিবি। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোয় ব্যস্ত কারস্টেন আপাতত পূর্ণকালীন জাতীয় দলের দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন। সেজন্যই বিসিবি তাকে নিয়ে এগোচ্ছে বিকল্প ভাবনায়। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানকে বিসিবি চায় সামগ্রিক ক্রিকেট উন্নয়নের পরামর্শক হিসেবে; যে ভূমিকায় এক সময় বাংলাদেশের ক্রিকেটে ছিলেন আরেক দক্ষিণ আফ্রিকান এডি বারলো। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, কারস্টেনকে সেই ভূমিকায় কাজে লাগাতে চায় বোর্ড, ‘আমরা কারস্টেনকে চাইছি পরামর্শক হিসেবে। জাতীয় দল শুধু নয়, ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দলসহ অন্যান্য দল, অবকাঠামো উন্নয়ন, ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে পরামর্শ দেবেন তিনি। এক সময় এডি বারলো যে ভূমিকায় ছিলেন, সেভাবেই তাকে কাজে লাগাতে চাই আমরা। অবশ্য এখনও কিছু চূড়ান্ত নয়। আইপিএল শেষ হওয়ার পর তার সঙ্গে বিশদভাবে আলোচনা করব আমরা।’
আইপিএলে এবার রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ কারস্টেন। পাশাপাশি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের কোচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরামর্শক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ