Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূসক পরামর্শক প্রার্থী

ফের আবেদন করতে হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ডাকযোগে আবেদন করেছিলেন তাদের আবারও নতুন করে আবেদন করতে হবে। আগামী ৩১ আগস্টের মধ্যে পরামর্শক হতে ইচ্ছুক প্রার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ভ্যাট অনলাইন প্রকল্প থেকে মূসক পরামর্শক লাইসেন্স প্রদান সম্পর্কিত কার্যক্রম ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) ব্যবহার করে সম্পাদন করার জন্য সাব মডিউল তৈরি করা হয়েছে।

এজন্য মূসক লাইসেন্স পরামর্শক সংশ্লিষ্ট সব তথ্য আইভাসে এন্ট্রি এবং সিস্টেম জেনারেটেড লাইসেন্স প্রদানের জন্য চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিকে নির্দেশ দিয়েছে এনবিআর।

সম্প্রতি রাজস্ব বোর্ড জানায়, মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে আবেদন করেছিলেন প্রার্থীরা। তবে তাদের নতুন করে িি.িাধঃ.মড়া.নফ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আগামী ৩১ আগস্টের মধ্যে পরামর্শক হতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের সময় ফরম মূসক-১৮.১ পূরণ করে সাবমিট করতে হবে। রাজস্ব বোর্ড আরও জানায়, ভ্যাট পরামর্শক হতে আবেদনকারীর মোটা দাগে তিন ধরনের যোগ্যতা থাকতে হয়। প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হয়, বয়স কমপক্ষে ২৫ বছর ও যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে সরকারি বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানে চাকরিরত, চাকরি থেকে অপসারিত বা বরখাস্ত কোনো ব্যক্তি ভ্যাট পরামর্শক হতে পারবেন না।

এছাড়া ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত বা সাজা ভোগ করার পর পাঁচ বছর অতিক্রম না হলেও কেউ মূসক পরামর্শক হওয়ার যোগ্যতা অর্জন করবেন না। আর ভ্যাট পরামর্শক, ভ্যাট এজেন্ট ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং, ফ্রেট ফরোয়ার্ডার্স বা আয়কর পরামর্শক হিসেবে এর আগে কারও লাইসেন্স বাতিল হলে তিনিও যোগ্যতা হারাবেন। এছাড়া রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যারা জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের নিম্নে নন, এমন গ্রেডে চাকরি করেছেন ও পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার্ড সেক্রেটারি বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা কোনো পরীক্ষা ছাড়াই ভ্যাট পরামর্শকের লাইসেন্স পাবেন। তাদের শুধু আবেদন করলেই হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূসক পরামর্শক প্রার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ