Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৮, ১১:১৪ এএম

বাড়ি থেকে ডেকে নিয়ে মানিকগঞ্জ শহরের পৌলী এলাকায় রাকিব হোসেন (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৯টার দিকে পৌলী স্কুল মাঠের পাশে রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার বন্ধু স্থানীয় কান্দা গ্রামের মোন্নাফ মোল্লার ছেলে মিঠু ও তার কয়েকজন সহযোগী এমন অভিযোগ রাকিবের পরিবার ও এলাকাবাসীর। এসময় এলাকাবাসী রাকিবকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাকিব পুরাণ পৌলী গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার আতিয়ার রহমান জানান, রাকিবের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে রাকিবের বন্ধুরাই যে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা বোঝা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ