Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো পাঁচ কাতালান নেতা আটক বার্সেলোনায় পুলিশের সাথে সংঘর্ষ

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদের বিদ্রোহের বিচার করবে স্পেন

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্পেনের সুপ্রিম কোর্ট কাতালুনিয়ার আরও পাঁচ স্বাধীনতাপন্থি নেতাকে আটকের নির্দেশ দেওয়ার পর বার্সেলোনায় বিক্ষুব্ধ সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। গত শুক্রবার মাদ্রিদের আদালত যে পাঁচ নেতার জামিন বাতিল করে আটকের নির্দেশ দিয়েছে, তাদের মধ্যে কাতালান প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে থাকা এক প্রার্থীও আছেন। সুপ্রিম কোর্টের এ আদেশ ও নেতাদের গ্রেপ্তারের ফলে আঞ্চলিক পার্লামেন্টে প্রেসিডেন্ট মনোনয়নের দ্বিতীয় দফা ভোটের পরিকল্পনা বাধগ্রস্ত হতে পারে বলে ধারণা বিবিসির। এদিনের ভোটে উৎরে গেলে কাতালান সরকারের সাবেক মুখপাত্র জর্ডি তুরুল আঞ্চলিক প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারতেন; আদালতের আদেশে গ্রেপ্তার হওয়ায় সে সম্ভাবনা ভেস্তে গেল। খবরে বলা হয়, কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী ২৫ জন নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে স্পেন। তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও সরকারি নির্দেশ অমান্যের অভিযোগও আনা হচ্ছে। গত শুক্রবার স্পেনের সর্বোচ্চ আদালত এবিষয়ে একটি রুল জারি করেছে। এর মধ্যে দিয়ে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হচ্ছে। দোষী সাব্যস্ত হলে মার্তা রভিরা নামের এক নেতার ২৫ বছরের কারাদÐ হতে পারে। এর আগে তিনি বলেছিলেন, স্পেন থেকে পালিয়ে তিনি আরও ৫ নেতার সঙ্গে নির্বাসনে যোগ দিয়েছেন। শুক্রবার স্পেনের সুপ্রিম কোর্টের বিচারক পাবলো লারেনা এই ছয়জন নির্বাসিত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গত শুক্রবার মাদ্রিদের সুপ্রিম কোর্ট তুরুলসহ পাঁচ স্বাধীনতাপন্থি নেতাকে আটকের আদেশ দেয়। বাকিরা হলেন- কাতালোনিয়ার সাবেক উন্নয়ন মন্ত্রী জোসেফ রাল, আঞ্চলিক পার্লামেন্টের সাবেক স্পিকার কারমে ফোরকাদেল, কাতালোনিয়ার সাবেক পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা ও সাবেক শ্রম মন্ত্রী ডলরস বাসা। আরও ৮ নেতার সঙ্গে এ পাঁচজনের বিরুদ্ধে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ এবং স্বায়ত্তশাসিত কাতালুনিয়াকে স্বাধীনতার পথে ঠেলে দেয়ার অভিযোগ আনা হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ