Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টঙ্গি থেকে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গাজীপুরের টঙ্গি থেকে অপহৃত চার বছরের শিশু রাজুকে ৭দিন পর গতকাল ভোর রাতে নীলফামারীর কিশোরগজ্ঞ থেকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় ৪জনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ এর সূত্র মতে, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন সূর্যকোনা গ্রামের শাহেদ মিয়া স্ত্রী সন্তান নিয়ে গাজীপুরের টঙ্গিতে বসবাস করেন। শাহেদ মিয়া পেশায় একজন রং মিস্ত্রি এবং তার স্ত্রী মনিরা আক্তার একজন গার্মেন্টস কর্মী। গত ১৫ মার্চ উক্ত দম্পত্তির ৪ বছরের ছেলে মোঃ রাজু নিখোঁজ হওয়ায় শিশুটির মা মনিরা আক্তার ১৭ মার্চ টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে উক্ত শিশুর মা মনিরা আক্তারের সহকর্মী নীলফামারী কিশোরগজ্ঞ উপজেলার দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রামের বহির উদ্দীনের ছেলে মোস্তাকিম (৩২) মোবাইল ফোনে জানায় যে, তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফেরত পাওয়ার জন্য ১ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে অন্যথ্যায় তার ছেলেকে হত্যা করা হবে। এরপর মনিরা আক্তার গত ১৮ মার্চ টঙ্গি মডেল থানায় একটি এজাহার করেন। মামলার পর পুলিশ অপহরণকারী অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১৩ কে বিষয়টি অবগত করা হয়। এদিকে র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে শিশুটিকে উদ্ধারসহ এঘটনার সাথে জড়িত থাকায় ৪জনকে আটক করেন। আটককৃতরা হলো দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রামের ইসাহাক উদ্দিনের ছেলে বহির উদ্দিন (৬৫), মকবুল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪৫), বহির উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (৩২) ও মোঃ মশিউর রহমান (২৩)।
র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২’র(সিপিসি-২) কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, অপহরণকারীর অবস্থান নিশ্চিতে প্রথমে উত্তরায় র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১৩ রংপুরকে বিষয়টি জানালে গতকাল র‌্যাবের অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহৃত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ