নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ৪২ সদস্যের বাংলাদেশ দল ছয়টি ক্রীড়া ডিসিপ্লিনে অংশ নেবে। ডিসিপ্লিনগুলো হলো- অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং, ভারোত্তোলন, শ্যুটিং ও কুস্তি। ছয় ডিসিপ্লিনের ২৬ খেলোয়াড়, কোচ, ম্যানেজার, চিকিৎসক ও কর্মকতা মিলিয়ে আরও ১৬ জন রয়েছেন বাংলাদেশ বহরে। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে লাল-সবুজ দলের সেফ দ্য মিশনের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি নাজিমউদ্দীন চৌধুরী। জেনারেল টীম ম্যানেজার হয়ে দলের সঙ্গে যাচ্ছেন বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। আগামী ৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে ২১তম কমনওয়েলথ গেমস। এই গেমসে কমনওয়েলথভুক্ত ৭১টি দেশের কয়েক হাজার ক্রীড়াবিদ ১৯টি ডিসিপ্লিনে নিজেদের যোগ্যতা প্রমাণে মাঠে নামবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।