Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৮:০৫ পিএম

কনকাকাফ গোল্ড কাপে নিজেদের রেকর্ড শিরোপা সংখ্যাটা আরো বাড়িয়ে নিয়েছে মেক্সিকো। সিকাগোর সোলজার ফিল্ড মাঠে রোববার রাতে জনাথন দস সান্তোসের একমাত্র গোলে তারা গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে ১-০ ব্যবধানে হারায়।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৩তম মিনিটে রাউল হিমেনেসের ব্যাক হিলে বাড়ানো বল জোরালো শটে জালে পাঠান লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মিডফিল্ডার দস সান্তোস। শেষ পর্যন্ত এই গোলই মেক্সিকোকে প্রতিযোগিতার অষ্টম শিরোপা এনে দেয়।
দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দল নিয়ে দুই বছর পর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সামনে সুযোগ ছিল সপ্তম শিরোপা জয়ের হাতছানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোল্ড কাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ