Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রয়াত সাংবাদিক মাহমুদুল হকের গোল্ড মেডেল নিলাম করতে চান পরিবার

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৬:২৫ পিএম

করোনায় প্রধানমন্ত্রীর পাশে থাকতে পিতার গোল্ড মেডেল নিলাম করতে চান প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হকের সন্তান ও পরিবার।

বড় সন্তান আতাউল্যাহ চৌধুরী জানান, পিতার আন্তর্জাতিক ব্রীজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বর্ণ পদক নিলামে বিক্রয়ের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে চান পরিবারের সদস্যরা।

তিনি আরও জানান, নিলামে প্রাপ্ত অর্থ বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ বাংলাদেশে আক্রান্ত অসহায়ের মাঝে বন্টন করার স্বপ্ন দেখেন তারা।
ফেনীর কৃতি সন্তান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুল হক চৌধুরী ১৯৩৭ সালের ২৭ জুন ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার সংলগ্ন মাটিয়াগোধা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন। এ প্রথিতযশা মানুষটি ৪৬বছর কাজ করেছেন সাংবাদিকতা পেশায়।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে গিয়ে মুজিবনগর সরকারের পক্ষে প্রকাশিত দি পিপলস, জয় বাংলা, দি নেশন ও দি ফ্রিডম পত্রিকায় কাজ করেন।১৯৮৬ সালে লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্রীজ প্রতিযোগিতায় সারা বিশ্বে ৮০টি অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশী নাগরিক মাহমুদুল প্রথমস্থান অধিকার করেন।

২ ভরি ওজনের গোল্ড মেডেলটি নিলামের ইচ্ছা প্রসঙ্গে আতাউল্ল্যাহ চৌধুরী বলেন, এ উদ্যোগ মানবসেবায় বাবার স্মৃতিকে ধরে রাখার প্রচেষ্টা মাত্র।মরহুম সাংবাদিক মাহমুদুল হকের ৪ পুত্র, ২ কন্যা সন্তান ও স্ত্রী আছকিরের নেছা মাহমুদসহ পরিবারের সকল সদস্যই জীবিত আছেন।
সাংবাদিক মাহমুদুল হক ১৯৯৮ সালের ১৬ জুন ৬১বছর বয়সে মৃত্যুবরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ