নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভাগ্যিস ক্রেইগ ওভারটন ছিলেন! নইলে নিজেদের সর্বনিম্ন ইনিংসের লজ্জায় পড়তে হত ইংল্যান্ডকে। তা হয়নি শেষ উইকেটে ওভারটনের অপরাজিত ৩৩ রানের কল্যাণে। অকল্যান্ডের দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ইংলিশরা করতে পারে ৫৮ রান। যা তাদের ষষ্ঠ সর্বনিম্ন ইনিংস। জবাবে হাতে ৭ উইকেট হাতে নিয়ে ১১৭ রানে এগিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। দেশের হয়ে রেকর্ড ১৮তম শতকের সামনে দাঁড়িয়ে কেন উইলিয়ামসন।
ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির আগুনে বোলিংয়ে পুড়ে ২৩ রানেই ৮ উইকেট হারায় ইংলিশরা! শুরু হয় রেকর্ড বই নিয়ে ঘাটাঘাটি। নিউজিল্যান্ডের ২৬ রানে অল আউটের সেই রেকর্ডটা পার হতেই আরো এক উইকেটের পতন। ২৭ রানে ৯ উইকেট! দশম উইকেটে ২৯ রানের জুটিতে বড় লজ্জার হাত থেকে দলকে রক্ষা করেন ওভারটন। বাকিদের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল মার্ক স্টোনম্যান। পাঁচ ব্যাটসম্যান ফেরেন শূন্য রানে। এটা তাদের যৌথ রেকর্ড।
ঘরের মাঠে প্রথম দিবা-রাত্রির টেস্টে টস জিতে বল বেছে নেয় নিউজিল্যান্ড। গোলাপী বলে বাঁ-হাতি বোলার বোল্ট আর সাউদির লাইন লেন্থ আর সুইংয়ের পসরা সাজিয়ে তার যথার্থতা প্রমাণ করে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩২ রানে ৬ উইকেট নেন বোল্ট, ২৫ রানে ৪টি নেন সাউদি। দু’জনের টানা বোলিংয়ে ২০.৪ ওভারে ৫৮ রানেই শেষ সফরকারীদের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে যা ইংলিশদের সবৃনিম্ন। প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির আগে গুটিয়ে যাওয়ার ঘটনা এর আগে মাত্র চারবার দেখেছে টেস্ট ক্রিকেট। ৪-০ ব্যবধানে অ্যাসেজ হারের পর ইংল্যান্ডর প্রথম টেস্ট এটি।
জবাবে ৩ উইকেটে ১৭৫ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে কিউই দলপতি। ক্যারিয়ারের ১১৫তম ম্যাচে দলীয় ৯২ রানে টম লাথামকে ক্রিস ওকসের ক্যাচে পরিণত করে দ্বিতীয় ইংলিশ হিসেবে টেস্টে চারশ উইকেটেরে মাইলফলক স্পর্শ করেন স্টুয়ার্ট ব্রড। ১৩৪ ম্যাচে সর্বোচ্চ ৫২২ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে জেমস অ্যান্ডারসন।
‘প্রথম থেকে শেষ পর্যন্ত ইংল্যান্ডের জন্য এটা ছিল ভয়ঙ্কর একটা দিন’ বলে মন্তব্য করেন দলটির সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান। ১২ অ্যাওয়ে ম্যাচের ৯টিতেই হারের পর চলমান দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টেও একই ভাগ্য বরণের পথে ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ২০.৪ ওভারে ৫৮ (কুক ৫, স্টোনম্যান ১১, রুট ০, মালান ২, স্টোকস ০, বেয়ারস্টো ০, মঈন ০, ওকস ৫, ওভারটন ৩৩*, ব্রড ০, অ্যান্ডারসন ১; বোল্ট ৬/৩২, সাউদি ৪/২৫)। নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৬৯ ওভারে ১৭৫/৩ (রাভাল ৩, লাথাম ২৬, উইলিয়ামসন ৯১*, টেইলর ২০, নিকোলস ২৪*; অ্যান্ডারসন ২/৩২, ব্রড ১/২৪, ওভারটন ০/৪৩, ওকস ০/৩৬, মঈন ০/৩৪)। *প্রথম দিন শেষে
টেস্টে ইংল্যান্ডের সর্বনি¤œ ইনিংস
স্কোর প্রতিপক্ষ ভেন্যু
৪৫ অস্ট্রেলিয়া সিডনি, ১৮৮৭
৪৬ উইন্ডিজ পোর্ট অব স্পেন, ১৯৯৪
৫১ উইন্ডিজ কিংস্টন, ২০০৯
৫২ অস্ট্রেলিয়া ওভাল, ১৯৪৮
৫৩ অস্ট্রেলিয়া লর্ডস, ১৮৮৮
৫৮ নিউজিল্যান্ড অকল্যান্ড, ২০১৮
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।