Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে ভাঙা সেতুতে হাজার হাজার মানুষের ভোগান্তি

মীরসরাই (চট্টগ্রাম) থেকে আমিনুল হক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ জনপদ ফরেস্ট, ঘেরামারা ও ছত্তরুয়া গ্রাম। উল্লিখিত গ্রামের মানুষের একমাত্র বিকল্পহীন সড়ক ফরেস্ট অফিস সড়কটি। আবার এখানে বন রেঞ্জ, রেস্টহাউজসহ পার্বত্য প্রবেশ দ্বার হিসেবে উপজেলার দর্শনীয় স্পট হিসেবে পরিচিত। আর সরকারি বেসরকারি সবার একমাত্র যোগাযোগের বিকল্পহীন ফরেস্ট সেতু নামে পরিচিত এই সেতুটি দীর্ঘ কয়েক যুগ ধরেই অবহেলিত।
কাঠের পাটাতন ও খুঁটি দেয়া কোনোভাবে নড়বড়ে এই সেতু দিয়ে এলাকার হাজার হাজার মানুষ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সবাই যাতায়াত করছে ঝুঁকিপূর্ণভাবে। এই পথে চলাচলকারী স্থানীয় কামরুল ইসলাম বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী আসা-যাওয়া করছে। গ্রামের মানুষের রোগী আনা-নেয়া এবং নিত্য প্রয়োজনেই এই সেতুটি বিকল্পহীন। অথচ এই বিষয়ে নেই সরকারি কোনো প্রকার উদ্যোগ। তিনি বলেন, প্রায় ৪০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট গভীর এত বড় খাল দিয়ে এমন কাঠের জোড়াতালি পুরোনো সেতু দিয়ে যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটতে পারে। পার্শ্বেই অবস্থিত বন বিভাগের সহকারী বনসংরক্ষক আবু বকর বলেন, আমাদের বিভাগে সেতু সংক্রান্ত কোনো প্রকার বাজেট বা প্রকল্প ব্যবস্থা নেই। এরপর ও আমরা ব্যক্তিগতভাবে সবসময় সেতুটি সংস্কারের চেষ্টা করি। কিন্তু বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছায় আমরা ও উদ্বিগ্ন। তিনি বলেন, স্থানীয় সরকার ও এলজিইিডির মাধ্যমে সেতুটির উন্নয়ন করা হলে আমরা ও নিরাপদ যাতায়াত করতে পারি। কোনো উপায় না থাকায় আমাদের ও এই সেতু দিয়েই যাতায়াত করতে হয়। এই বিষয়ে করেরহাটের স্থানীয় ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমি এই সেতুটির উন্নয়নের বিষয়ে ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অবহিত করেছি। তিনি বলেছেন, এই বিষয়ে শীঘ্রই তার পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সব মিলিয়ে এলাকাবাসী ও সরকারি-বেসরকারি সবাই নিরাপদ যাতায়াতের জন্য শীঘ্রই এখানে একটু সময়োপযোগী ব্রিজের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোগান্তি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ