পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পূর্ব ঘৌতায় সরকারি বাহিনী ও রুশ বাহিনীর চালানো বিমান হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছে উদ্ধারকারী সংগঠন হোয়াইট হেলমেটস। আবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দামেস্কে সরকার নিয়ন্ত্রিত একটি এলাকায় বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। হোয়াইট হেলমেটস ও সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সিরিয়া যুদ্ধে নতুন এ প্রাণহানির খবর জানিয়েছে। আসাদবিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌতায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সেখানে বিমান হামলা শুরু করে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী। জাতিসংঘের হিসেব অনুযায়ী, পূর্ব ঘৌতা বিদ্রোহীদের হটাতে গিয়ে সরকারি বাহিনী ও তাদের রুশ মিত্রদের বিভিন্ন অভিযানে কয়েক’শ মানুষ প্রাণ হারিয়েছে। অবশ্য, অ্যাক্টিভিস্ট ও পর্যবেক্ষকদের দাবি, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। কেউ কেউ বলছেন, নিহতের সংখ্যা ১৪০০। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।