Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চাপে নয়, আত্মবিশ্বাস থেকেই আমন্ত্রণ : কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলোচনার আমন্ত্রণ জানানোর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ওই আমন্ত্রণ গ্রহণ করার পর আর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না দেশটির। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র সম্পাদকীয়তে এই প্রতিক্রিয়া জানানো হয়। ওই সম্পাদকীয়র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়া বলছে অবরোধের চাপে নয় বরং আত্মবিশ্বাসের কারণেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই আলোচনা কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। পারমাণবিক কর্মসূচীর কারণে ২০০৬ সাল থেকে বিভিন্ন পর্যায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরোপিত অবরোধের আওতায় থাকা উত্তর কোরিয়া এই বছরেও বেশ কয়েকটি অবরোধের মুখে পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার ৫০ জাহাজ ও সামুদ্রিক পরিবহন কোম্পানির ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই অবরোধকে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল বলে অভিহিত করে। অবশ্য সামপ্রতিক অবরোধের আগেই দক্ষিণ কোরিয়ায় গত মাসে অনুষ্ঠিত হওয়া শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার আগ্রহ দেখায় উত্তর কোরিয়া। তাদের অংশগ্রহণে অলিম্পিক শেষ হলে উত্তর কোরিয়া সফরে যান দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। তাদের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলোচনায় বসার আহ্বান জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ওই আমন্ত্রণ গ্রহণ করলে বিভিন্ন মহল থেকে আলোচনা ওঠে অবরোধের মাধ্যমে চাপ প্রয়োগের কারনেই আলোচনায় আগ্রহ দেখাচ্ছে উত্তর কোরিয়া। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিম

১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ