Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কাবুলে নওরোজ উৎসবে বোমায় নিহত ২৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার কাবুলের একটি মাজারের কাছে চালানো এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। কাবুলের বাসিন্দারা ফার্সি নববর্ষ নওরোজ উৎসবের ছুটি পালনকালে হামলাটি চালানো হয়। কাবুলের কার্ত ই সাকি মাজারের কাছে এক বোমারু বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় বলে জানিয়েছেন আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি। এর আগেও এই মাজারটি লক্ষ্য করে কয়েকবার হামলা চালিয়েছিল জঙ্গিরা। নগরীর প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত শিয়া সমপ্রদায়ের মাজারটি থেকে লোকজন বের হয়ে আসার সময় হামলাটি চালানো হয়। প্রাচীন পারসিক উৎসব নওরোজ বসন্তের শুরুতে উদযাপিত হয়। পুরো আফগানিস্তানজুড়ে এই উৎসব ব্যাপকভাবে পালিত হয়। কিন্তু দেশটির কিছু কট্টরপন্থি গোষ্ঠী এই উৎসবকে অনৈসলামিক বলে বিবেচনা করে। টোলো নিউজ জানিয়েছে, বুধবার রাজধানীর পিডি৩ এলাকায় ওই বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল থেকে টোলোনিউজের সাংবাদিক জানিয়েছেন হতাহত অনেকেই ঘটনাস্থলে পড়ে আছে ধারণা করা হচ্ছে সেখানে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ