মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালো ৬ জন। নিহতদের তিনজন সেনা সদস্য, বাকিরা শিশু। খবর আলজাজিরার।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, রোববার (১৫ মে) ওয়াজিরিস্তানের একটি গ্রামে টহল দিচ্ছিলেন সেনারা। পথেই, তাদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। গাড়ির কাছেই খেলছিলো শিশুরা। তারা গুরুতর আহত হলে, হেলিকপ্টারযোগে নেয়া হয় হাসপাতালে। সেখানে, মৃত ঘোষণা করা হয় তিন শিশুকে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, পেশোয়ারের এক বাজারে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন দুই শিখ ব্যবসায়ী। হামলাকারী এখনও পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্মবিদ্বেষের কারণেই শিখ সম্প্রদায়ের দুই ভাইকে টার্গেট করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।