Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কফিলের সেঞ্চুরিতে দুর্দান্ত সিটি কর্পোরেশন

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরে : এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ হয়েছিল চ্যাম্পিয়ন। এ দলটি সিজেকেএস ইস্পাহানী স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে গতকাল উদ্বোধনী ম্যাচে বাজিমাত করেছে। রাইজিং স্টার ক্লাবের বিরুদ্ধে ১০৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে সিটি কর্পোরেশন একাদশ। উদ্বোধনী ব্যাটসম্যান কফিল উদ্দিন করেছে সেঞ্চুরি (১১২ রান)। সিটি কর্পোরেশন চার উইকেট হারিয়ে বিশাল ২২৩ রানের স্কোরকে টপকাতে গিয়ে রাইজিং স্টার ক্লাব নয় উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। এরআগে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজের পরিচালক মির্জা সাকের ইস্পাহানীসহ সিজেকেএস ও ক্রিকেট কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দু’দলের মধ্যেকার এ ম্যাচটিতে রাইজিং স্টার টসে জয়লাভ করে সিটি কর্পোরেশনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইনিংসের গোড়াপত্তন করতে এসে ৪.৫ ওভার খেলে ৬৩ রানে নাজিম উদ্দিন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে কফিল উদ্দিন লড়েছেন একাই। তিনি ৫২ বল খেলে ব্যক্তিগত ১১২ রানে আউট হলে তখন দলীয় স্কোর দাঁড়ায় ১৯২ রানে। তার এই ১১২ রানের মধ্যে ১০টি ছয় ও আটটি চারের মার ছিল। এরপর সালাউদ্দিন ৪৬, ইনজামুল ১৭ রান করলে নির্ধারিত ২০ ওভারে দলীয় স্কোর দাঁড়ায় ২২৩ রানে। জবাবে রাইজিং স্টার ক্লাবের ইকবাল ৪৩, আরাফাত ১৪, আবদুল ১০, সাইফুদ্দিন ১১, লাবিব অপরাজিত ১০ রানের সুবাদে ১২৮ রানে তাদের ইনিংসের সমাপ্তি ঘটে। সিটি কর্পোরেশনের মনিরুজ্জামান, সাজ্জাদ, মনজুরুল প্রত্যেকে দু’টি উইকেট লাভ করে।
এদিকে ফ্লাড লাইডটে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে পাইরেটরস অব চিটাগাং দেখিয়েছে চমক। এ দলটি প্রিমিয়ার লীগের রানার্স আপ এফএমসি স্পোর্টসকে ২৮ রানে হারিয়েছে। পাইরেটস প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৪৭ রানের জবাবে এফএমসি ১৮.৫ ওভার খেলে ১১৯ রানে সবাই আউট হয়ে যায়। হারুন ২০ রানে চারটি, মনিরুল ১৬ রানে তিনটি উইকেট লাভ করে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছে হারুন। তাদের আসিফের ব্যাট থেকে আসে ৪৯ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেঞ্চুরি

১৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ